॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ৩দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ গতকাল শনিবার সমাপ্ত হয়েছে।
গত বৃহস্পতিবার শুরু হওয়া এ উন্নয়ন মেলার শেষ দিনেও ছিল উৎসবের আমেজ। পাংশা মডেল থানা, এলজিইডি, কৃষি, মৎস্য, মহিলা বিষয়ক দপ্তরসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রায় ৪০টি স্টলে বর্তমান সরকারের উন্নয়নমূলক নানা ডকুমেন্টারী ও দাপ্তরিক সেবাসমূহের বৈচিত্রময় প্রতিযোগিতামূলক উপস্থাপনায় দর্শক-শ্রোতারা অভিভূত ও উজ্জীবিত হয়। উন্নয়ন মেলায় দর্শক-শ্রোতারা আনন্দঘন পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সাপের খেলা ও যাদু প্রদর্শনী উপভোগ করেন।
গতকাল শনিবার সন্ধ্যায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ এবং বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও নাট্যালোকের সভাপতি উত্তম কুমার কুন্ডু বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস।
সমাপনী অনুষ্ঠানে পাংশা উপজেলা কৃষি অধিদপ্তর ও বিএডিসির স্টল প্রথম, উপজেলা মৎস্য দপ্তরের স্টল দ্বিতীয় এবং পাংশা মডেল থানার স্টল তৃতীয় স্থান লাভ করার ঘোষণা দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্টলসহ মেলায় অংশগ্রহণকারী সকল স্টলের কর্মকর্তাদের সম্মাননা স্মারক-২০১৮ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।