Site icon দৈনিক মাতৃকণ্ঠ

শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

॥কবির হোসেন॥ রাজবাড়ীর শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ৩১শে জানুয়ারী বিকেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান এবং জেলা পরিষদের সদস্য রাশেদুল হক অমি। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ আব্দুর রহিম মোল্লা। উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চায়না সাহা।
অতিথিদের বক্তব্যের পর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যগণ ও শিক্ষার্থীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।