Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দুর্গাপূজা উপলক্ষে বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

॥তনু সিকদার সবুজ॥ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৪ঠা অক্টোবর বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে সভায় বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, ভারপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবু সাঈদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় চক্রবর্তী, কেন্দ্রীয় মন্দির ও মহাশ্মশানের সভাপতি রঘুনন্দন সিকদার, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদার, কেন্দ্রীয় মন্দির দুর্গাপূজা কমিটির সভাপতি চন্দ্রনাথ কুন্ডু চন্দন ও বহরপুর সার্বজনীন কালী মন্দির কমিটির সভাপতি বিপ্লব পাল প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন দুর্গাপূজা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এবার বালিয়াকান্দি উপজেলায় ১৪৬টি দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ডপগুলোতে সংশ্লিষ্ট কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরা থাকবে। আপনারা নির্ভয়ে পূজা উৎসব করবেন। প্রশাসন আপনাদের সাথে আছে।