Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন আজ

॥স্টাফ রিপোর্টার॥ আজ ৪ঠা অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা। রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে ৩দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে।
মেলার অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে ঃ আজ সকাল সোয়া ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার শুভ উদ্বোধন, বিকাল ৩টায় অতিথিবৃন্দের স্টল পরিদর্শন, বিকাল ৪টায় ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্যোগ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ ও ‘শিক্ষিত জাতি সমৃদ্ধা দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ বিষয়ক সেমিনার, সন্ধ্যা সাড়ে ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আগামীকাল ৫ই অক্টোবর বিকাল ৩টায় মেলা শুরু, বিকাল সাড়ে ৩টায় কুইজ প্রতিযোগিতা, ‘জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় প্রযুক্তির ভূমিকা’ ও ‘কৃষি ও কৃষক উন্নয়নের হাতিয়ার’ বিষয়ক সেমিনার, সন্ধ্যা সাড়ে ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শেষ দিনে ৬ই অক্টোবর বিকাল ৩টায় মেলা শুরু, বিকাল সাড়ে ৫টায় ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ’ বিষয়ক সেমিনার, সন্ধ্যা সাড়ে ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত সাড়ে ৮টায় পুরস্কার বিতরণ, সাড়ে ৯টায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী ও ১০টায় বর্ণিল আতশবাজি প্রদর্শনী।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আখতার হোসেন, বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান.এ শামীম, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কে.বি.এম সাদ্দাম হোসেন ও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল উপস্থিত থাকবেন। উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।