Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ঢাকার বিভাগীয় কমিশনারের সাথে রাজবাড়ীর উন্নয়ন মেলার চূড়ান্ত প্রস্তুতি সংক্রান্ত ভিডিও কনফারেন্স

॥স্টাফ রিপোর্টার॥ ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার চূড়ান্ত প্রস্তুতি সম্পর্কে গতকাল ২রা অক্টোবর বিকালে ঢাকার বিভাগীয় কমিশনার কে.এম আজমের সঙ্গে ঢাকা বিভাগের জেলাগুলোর জেলা প্রশাসকদের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নেতৃত্বে সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আশেক হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ আলমগীর হুছাইনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক মোঃ শওকত আলী তার বক্তব্যে বিভাগীয় কমিশনারকে জানান, রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে জাতীয় উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা পর্যায়েও এই মেলা অনুষ্ঠিত হবে। মেলা সফলভাবে যাতে সম্পন্ন হয় সেই লক্ষ্যে মেলার দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(প্রশাসন) মোঃ আখতার হোসেনের উপস্থিতিতে মেলায় অংশগ্রহণকারী সকল সরকারী-বেসরকারী বিভাগকে নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বর্তমানে মেলা প্রাঙ্গনে স্টল নির্মাণসহ যাবতীয় কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। মেলায় সকলের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডসহ বর্তমান প্রধানমন্ত্রীর বাস্তবায়িত এমডিজি ও বাস্তবায়নাধীন এসডিজির বিষয়গুলো তুলে ধরা হবে। সেই লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এবারের মেলায় ৮০টিরও অধিক স্টল থাকবে। জেলা পর্যায়ের ন্যায় উপজেলা পর্যায়েও সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।