Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উদ্বোধন

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১লা অক্টোবর সকালে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে যশাই ইউপির উদয়পুর উচ্চ বিদ্যালয় ও উদয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ নুরুল ইসলাম কার্যক্রমের উদ্বোধন করেন।
উদয়পুর উচ্চ বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, আব্দুস সালাম মাস্টার, মোঃ ওমর আলী ও পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহুরুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামসুল আলম। উপস্থাপনা করেন পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ তৈয়বুর রহমান। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ নুরুল ইসলাম স্বাস্থ্য সুরক্ষায় কৃমি নিয়ন্ত্রণের গুরুত্বারোপ করেন। তিনি উদয়পুর উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তারদের জন্য এপ্রোণ(পোশাক) প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
জানা যায়, এ বছর পাংশা উপজেলায় ৫-১৬ বছর বয়সী প্রায় ৬৮হাজার ৫শ শিশুর কৃমি নিয়ন্ত্রণের বড়ি খাওয়ানো এবং স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।