Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী গতকাল ৩০শে সেপ্টেম্বর দুপুরে জেলা কারাগার পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম ও মোঃ হাবিবল্লøাহ, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার সামসুন্নাহার চৌধুরী, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী(বৈদ্যুতিক ও যান্ত্রিক) তাজউদ্দিন আহমেদ, জেলা জজ কোর্টের পিপি এডঃ মোঃ উজির আলী শেখ, জিপি এডঃ মোঃ আনোয়ার হোসেন ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকসহ অন্যান্যরা কারাগারের প্রধান ফটকে পৌঁছালে জেল সুপার মোঃ আনোয়ারুল করিম তাদেরকে স্বাগত জানান। পরিদর্শনের শুরুতে কারারক্ষীদের সুসজ্জিত একটি দল জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করে। মূল কারাগারে প্রবেশের সময় প্রধান কারারক্ষী তাকে কারাবন্দীদের পরিসংখ্যান মৌখিকভাবে অবহিত করেন।
কারাগারে প্রবেশের পর জেলা প্রশাসক বিভিন্ন ওয়ার্ড, সেল, রন্ধনশালা, খাদ্য গুদাম, হাসপাতাল/মেডিক্যাল ওয়ার্ড ও কারা অভ্যন্তর চত্বর ঘুরে দেখেন। বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের সময় তিনি কারাবন্দীদের কেস হিস্ট্রি টিকেট পরীক্ষা করেন এবং তাদের বিভিন্ন বক্তব্য শ্রবণ করাসহ প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
তিনি কারাবন্দী মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন এবং তাদেরকে কারাগার থেকে মুক্ত হওয়ার পর স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার জন্য পরামর্শ দেন। একই সাথে অন্যান্য কারাবন্দীদেরও মুক্ত হওয়ার পর আইন-শৃঙ্খলা বিরোধী কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন।
পরিদর্শনকালে তিনি কারাভ্যন্তরের খালি জায়গায় শাক-সবজি চাষের অবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং উৎপাদিত শাক-সবজি কারাবন্দীদের খাবার হিসেবে পরিবেশনের জন্য জেল সুপারকে নির্দেশনা প্রদান করেন।
কারাভ্যন্তর পরিদর্শনের পর তিনি কারাগারের বিভিন্ন রেজিস্টারাদী পরীক্ষা করেন এবং কারাবন্দীদের অবস্থা, কারাগারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা, জনবল পরিস্থিতি, বেসরকারী ভিজিটরদের ভিজিট কার্যক্রম, অবকাঠামো সম্পর্কিত তথ্য, কারাগারের পরিস্কার-পরিচ্ছন্নতা, কারাবন্দীদের ধর্মীয় শিক্ষা, বিনোদনের ব্যবস্থাসহ সার্বিক কার্যক্রম নিয়ে জেল সুপার এবং জেলারের সাথে আলোচনা করেন এবং পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন।
এছাড়াও তিনি জেল সুপারের অফিস কক্ষে পরিদর্শন বোর্ডের ত্রৈমাসিক সভা এবং আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে লঘু অপরাধে দন্ডিত কারাবন্দীদের মুক্তিদানের তালিকা প্রণয়ন সংক্রান্ত জেলা কমিটির সভায় মিলিত হন।