Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে মহিলা এমপি ও পৌর মেয়রের কন্যা তুলি চৌধুরীর পিএইচডি ডিগ্রী লাভ

॥শিহাবুর রহমান॥ অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরীর বড় মেয়ে সাজেদা চৌধুরী তুলি।
সম্প্রতি মাইগ্রেশন এন্ড নলেজসিটি প্ল্যানিং বিষয়ে উচ্চতর গবেষণার জন্য তাকে এ ডিগ্রী প্রদান করা হয়। তুলি এর আগে গত বছর একই গবেষণার জন্য প্ল্যানিং ইনস্টিটিউট অব অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডে ভূষিত হন।
গত ২৫ শে সেপ্টেম্বর বাবা মহম্মদ আলী চৌধুরী, মা কামরুন্নাহার চৌধুরী লাভলীসহ পরিবারের সকল সদস্যদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সার্টিফিকেট গ্রহণ করেন তুলি।
ইতিপূর্বে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট) থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে স্নাতক এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এনভায়রন মেন্টাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
সাজেদা চৌধুরী তুলি বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও শিক্ষকতা করছেন। এছাড়াও তার স্বামী আবু সায়েম চৌধুরী অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরী গভর্ণমেন্টে উর্দ্ধতন প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি পরিবার-পরিজন, শিক্ষক-শিক্ষিকা, বন্ধু-বান্ধব ও রাজবাড়ীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাসহ সকলের কাছে দোয়া কামনা করেন।