॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ীর বালিয়াকান্দি থানার পুলিশ গত ২৮শে সেপ্টেম্বর সন্ধ্যায় জামালপুর ইউনিয়নের বি-মাগুরা গ্রামে অভিযান চালিয়ে ৬ বোতল ফেনসিডিলসহ শাহাঙ্গীর খান(৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে বি-মাগুরা গ্রামের মৃত বাদশা খানের ছেলে।
বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই সোহেল রানা এবং এএসআই আজিজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বি-মাগুরা গ্রামের নিজ বাড়ীর সামনের মেহগনী বাগান থেকে ফেনসিডিলসহ জাহাঙ্গীর খানকে গ্রেফতার করে। এ ঘটনায় এএসআই আজিজ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। গতকাল ২৯শে সেপ্টেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়।
বালিয়াকান্দিতে পুলিশের অভিযানে জামালপুর থেকে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
