॥আবুল হোসেন॥ রাজবাড়ীর গোয়ালন্দ এডুকেশন সোসাইটির উদ্যোগে গতকাল ২৮শে সেপ্টেম্বর বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘গোয়ালন্দ ল্যাঙ্গুয়েজ ক্লাব’ এর উদ্বোধন অনুষ্ঠান এবং অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন ‘আলোকিত গোয়ালন্দ’ এর পক্ষ থেকে সদ্য পদোন্নতি পাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব নুরুজ্জামান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রব্বানী ও মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন জাকির, প্রথম আলো বন্ধুসভার সভাপতি রমেশ কুমার আগরওয়ালা, বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা আক্তার, গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সহকারী শিক্ষক জীবন চক্রবর্তী, চৌধুরী আব্দুল হামিদ একাডেমীর সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, ডাচ বাংলা ব্যাংকের সাভার সাভার ব্র্যাঞ্চের কর্মকর্তা খায়রুল ইসলাম মিলন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ লুৎফর রহমান। বক্তাগণ বলেন, গোয়ালন্দে এই প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে ইংরেজী শিক্ষার জন্য ইংলিশ ভাষা ক্লাব গঠিত হলো। এ ধরনের উদ্যোগ আরো অনেক আগেই প্রয়োজন ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাইকে নিয়মিত ইংরেজী চর্চা করার আহ্বান জানান।
ল্যাঙ্গয়েজ ক্লাবের উদ্বোধন শেষে অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন ‘আলোকিত গোয়ালন্দ’ এর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিনকে ক্রেস্ট ও মানপত্র দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় আলোকিত গোয়ালন্দের অন্যতম প্রতিষ্ঠাতা লুৎফর রহমান, খায়রুল ইসলাম মিলন, মাহাফুজুর রহমান মিলন, শফিক মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।