Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বালিয়াকান্দি উপজেলা শাখার এক সাধারণ সভা গতকাল ২৮শে সেপ্টেম্বর বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় নবাগত শিক্ষকদের বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা প্রদান করাসহ কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস খান টুটুলের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা কলেজের উপাধ্যক্ষ একেএম শফিকুল মোর্শেদ আরুজ এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস। প্রধান আলোচক উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম বিশ্বাস, অন্যান্যের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মোঃ গওছেল আজম, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী (জজ) প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দের উপস্থিতিতে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জম্মদিন পালন করা হয়।