Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে উপ-সহকারী কৃষি অফিসারদের মধ্যে ট্যাব বিতরণ

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ২৭শে সেপ্টেম্বর বেলা ১১টায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজী প্রোগ্রাম-ফেজ। (এনএটিপি-২) প্রকল্পের আওতায় উপ-সহকারী কৃষি অফিসারদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠান কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও অফিসারদের মধ্যে ট্যাব বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, বিসিআইসির সার ও বীজের ডিলারগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শওকত আলী জেলার কৃষি ও সার-বীজ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। এ ছাড়াও তিনি জেলার কৃষি ফসলে উৎপাদন সার বা বীজ সরবরাহের কারণে যাতে কোনরকম প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সরকারী রেটে সার পায় সে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। বক্তব্যের শেষে তিনি জেলার উপ-সহকারী কৃষি অফিসারদের মধ্যে ট্যাব বিতরণ করেন।