॥হেলাল মাহমুদ॥ বন বিভাগের উদ্যোগে গতকাল ২৭শে সেপ্টেম্বর সকালে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে এই গাছের চারা বিতরণ করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। এ সময় পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ, সদর থানার ওসি মোঃ তারিক কামাল ও ট্রাফিক ইন্সপেক্টর নাজমুল হুদাসহ বন বিভাগের কর্মকর্তাগণ এবং বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, গাছ আমাদের সবচেয়ে বড় বন্ধু। আজকের চারা গাছই আগামী দিনের সম্পদ। ঠিকমতো গাছের পরিচর্যা করা উচিত। পারিবারিক বন্ধনের উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মা-বাবাকে শ্রদ্ধা করতে হবে। সব মা-বাবাই সন্তানের মঙ্গল কামনা করেন। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে বিশ্বাসী বলেই রাজবাড়ীতে একজন নারী পুলিশ সুপার নিয়োগ দিয়েছেন। এখানে অতিরিক্ত জেলা প্রশাসক একজন নারী, সহকারী কমিশনার (ভূমি) তিনিও একজন নারী। নারীরা বাংলাদেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখছে। বক্তব্যের শেষে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। বিদ্যালয়ের প্রায় ১২শত শিক্ষার্থীর মাঝে এ সময় বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।