Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৭শে সেপ্টেম্বর সকালে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের আ¤্রকানন চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হুছাইন, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার সভাপতিসহ বক্তাগণ বাংলাদেশের পর্যটন শিল্পের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যতে এই শিল্পের বিকাশে করণীয় সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন। এ ছাড়াও রাজবাড়ীসহ বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পট দেশী-বিদেশী পর্যটনপ্রেমীদের কাছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কিভাবে আরও আকর্ষনীয় করে তোলা যায় সেই সম্পর্কে উপস্থিত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার্থীদের ধারণা প্রদান করা ও তাদের মতামত গ্রহণ করা হয়।