Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে নারী নির্যাতন ও বাল্য বিয়ে প্রতিরোধে কর্মশালা

॥তনু সিকদার সবুজ॥ এনজিও ব্র্যাকের জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচীর আয়োজনে গতকাল ২৬শে সেপ্টেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ‘নারী নির্যাতন, বাল্য বিয়ে প্রতিরোধ ও প্রতিকারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম বিশ^াস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা, জেলা ব্র্যাক প্রতিনিধি নেফাজ উদ্দিন, জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচীর জেলা ব্যবস্থাপক মোঃ মশিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি কর্মসূচীর বালিয়াকান্দি উপজেলা ব্যবস্থাপক রিপন উদ্দিন। বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন গণ্যমান্য ব্যক্তি কর্মশালায় অংশগ্রহণ করেন।