Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সূর্য্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্য্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল ৩০শে জানুয়ারী অনুষ্ঠিত হয়। বিকেলে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান এবং মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ছালাম বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম বিশ্বাস মঞ্জু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, মিজানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবীর উদ্দিন সিকদার বাবলু, সাবে ছাত্রলীগ নেতা মোঃ মিজানুর রহমান মিঠু, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের ৮জন মেধাবী শিক্ষার্থীকে ‘রাবেয়া স্মৃতি মেধা বৃত্তি’ প্রদান করা হয়। প্রয়াত রাবেয়া বেগমের স্বামী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফকর উদ্দিন এই বৃত্তি প্রদান করেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।