Site icon দৈনিক মাতৃকণ্ঠ

চন্দনীতে পিতৃহীন কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিণধরা গ্রামের পিতৃহীন এক কিশোরী(১৫)কে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে।
মামলা সূত্রে প্রকাশ, ওই কিশোরীর মা মানুষের বাড়ীতে ঝিয়ের কাজ করে সংসার চালায়। প্রতিবেশী রফিক মন্ডলের লম্পট ছেলে বকুল মল্লিক(২০) ওই কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতে থাকলে তার মা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে নালিশ করে। এতে বকুল মল্লিক আরও ক্ষিপ্ত হয়। গত ১১ই সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ঘরের বাইরে বের হলে ওঁৎ পেতে থাকা বকুল মল্লিক তার মুখ চেপে ধরে জোরপূর্বক পার্শ্ববর্তী বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে লম্পট বকুল মল্লিকের বিরুদ্ধে গত ১৭ই সেপ্টেম্বর রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে আদালত মামলাটিকে এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেয়। আদালতের নির্দেশে গত ২১ শে সেপ্টেম্বর রাজবাড়ী সদর থানায় মামলাটি রেকর্ড করা হয়। রাজবাড়ী থানার মামলা নং-৩৫। ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ৯(১)।