Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রস্তুতি সভা

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ নবীন প্রাথমিক শিক্ষকদের বরণ ও অবসরপ্রাপ্তদের বিদায়ী সংবর্ধনা প্রদান উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে গতকাল ২০শে সেপ্টেম্বর সমিতির কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌস খান টুটুল, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি গওছেল আজম, সাধারণ সম্পাদক শাহজাহান আলী জজ, সহকারী শিক্ষক শাহীন আল মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন সরকারী ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।