Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির নবাবপুর ইউপিতে আদিবাসী গৃহবধুর ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাবেক মেম্বার গ্রেপ্তার

॥শিহাবুর রহমান॥ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের নিজপাড়া গ্রামে আদিবাসী পরিবারের এক গৃহবধুকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে স্থানীয় সাবেক ইউপি সদস্য আজিজ মিয়া (৪০)কে গত ১৮ই সেপ্টেম্বর পুলিশ গ্রেফতার করেছে।
গতকাল ১৯শে সেপ্টেম্বর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আজিজ মিয়া দক্ষিণবাড়ী গ্রামের শফি উদ্দিনের ছেলে।
এর আগে গত ১৪ই আগস্ট ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে অভিযুক্ত আজিজ মিয়াকে আসামী করে আদালতে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইন (সংশোধনী/০৩) ৭/৯(১) ও পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)(২)(৩)(৫) এর ক ধারায় মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটি গত ১৮ই সেপ্টেম্বর বালিয়াকান্দি থানায় রেকর্ড হয়।
মামলা সুত্রে প্রকাশ, নানা প্রলোভন দেখিয়ে আদিবাসী ওই গৃহবধুকে পরকীয়ার ফাঁদে ফেলে তাকে একাধিকবার ধর্ষণ করে ইউপি সদস্য আজিজ। এ সম্পর্কের জের ধরে প্রায় এক বছর আগে সে তাকে ভাগিয়ে নিয়ে যায়। ভাগিয়ে নেয়ার পর নিজ বাড়ীতে সে ওই গৃহবধুকে ধর্ষণ করে এবং সেই ধর্ষণের দৃশ্য পর্নোগ্রাফী তৈরীর উদ্দেশ্যে সে তার নিজ স্মার্ট মোবাইল সেট দিয়ে ভিডিও করে। পরবর্তীতে আজিজ ধর্ষণের ভিডিও ওই গৃহবধুর স্বামীকে দেখিয়ে তার কাছে ৫০হাজার টাকা দাবী করে। আর এ টাকা না দিলে সে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়। এক পর্যায়ে দাবীকৃত টাকা না পেয়ে আজিজ ওই অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়াসহ মোবাইলে এবং সিডি আকারে বিভিন্ন লোকের কাছে সরবরাহ করে।
এ ঘটনায় ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে আজিজ এলাকা থেকে আত্মগোপন করলেও পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় ২০১৩ সালে আরো একটি ধর্ষণ মামলা রয়েছে বলে জানা যায়।