Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর আলীপুর ইউপিতে স্কুল ও মাদ্রাসার ছাত্রীদের মধ্যে স্যানিটারী ন্যাপকিন বিতরণ

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল ১৯শে সেপ্টেম্বর সকালে আলাদীপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার ছাত্রীদের মধ্যে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সানজিদা শাহনাজ। জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মিসেস সাহানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ আসমা আক্তার, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান এবং আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার প্রামানিক। এ সময় আলীপুর ইউনিয়ন পরিষদের সদস্যগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সানজিদা শাহনাজ আগামী দিনের জন্য নারীদের সকল বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন এবং এই ভিন্নধর্মী প্রকল্প গ্রহণ করে ছাত্রীদের ন্যাপকিন ব্যবহারে উৎসাহ প্রদানের জন্য আলীপুর ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানান।
ডাঃ আসমা আক্তার মেয়েদের বয়ঃসন্ধিকাল, ন্যাপকিন ব্যবহারের সুবিধা, প্রজনন স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও মাসিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনাসহ মাসিকের দিনগুলোতে স্বাচ্ছন্দে চলার জন্য বিশেষ কিছু টিপস দেন। এছাড়াও তিনি প্রকল্পটিকে সময়োপযোগী হিসেবে উল্লেখ করে আলীপুর ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানান এবং এসএমসির পক্ষ থেকে ছাত্রীদের মধ্যে বিনামূল্যে টেস্ট মি বিতরণ করেন।
উল্লেখ্য, ইতিপূর্বে আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান ইউনিয়ন এলাকার সকল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ, ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাতি স্থাপন, ১০হাজার তালবীজ রোপন এবং পরিবার শুমারীসহ জনকল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে ব্যাপক প্রশংসিত হন। তিনি রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়ে সরকারী সফরে ফিলিপাইন ও মালয়েশিয়া ভ্রমন করেছেন।