॥চঞ্চল সরদার॥ নানা আয়োজনে গতকাল ১৮ই সেপ্টেম্বর রাজবাড়ীতে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পরে সেখান থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী বের করা হয়। র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। পরে শহরের পৌর ইউ মার্কেটের ২য় তলায় সংগঠনটির নিজ কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ফরিদ আলী মোল্লা, সাধারণ সাম্পাদক মোঃ হাসিবুল হাসান, সহ- সভাপতি শামিমা আক্তার মুনমুন, মহসিন মৃধা, ইমতিয়াজ রুবেল, সাংগাঠনিক সম্পাদক শহিদুল ইসলাম জসিম, যুগ্ন-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক শেখ রাজন, অর্থ সম্পাদক ইশতিয়াক সুমন, শিল্প সম্পাদক আজগর মন্ডল, আইন সম্পাদক মোঃ রুবেল হোসেন, বন ও পরিবেশ সম্পাদক শাওন সরকার অনুপ, ছাত্র বিষয়ক সম্পাদক আলিম হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি রকিবুল ইসলাম শাকিল, সাধারণ সাম্পাদক আঃ রশিদ, সাংগাঠনিক সম্পাদক সুমন শেখ, পৌর কমিটির সভাপতি সানাউর রহমান জকি, সাধারণ সম্পাদক লুৎফর রহমান জিলাল, শহীদ ওহাবপুর ইউনিয়নের সভাপতি কাজল রুদ্র, সাধারণ সম্পাদক এনামুল হক সজিব, খানখানাপুর ইউনিয়নের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আকবর হোসেন, বসন্তপুর ইউনিয়নের সভাপতি শামিম আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন সেখ, চন্দনী ইউনিয়নের সভাপতি রিপন দাস, সাধারণ সম্পাদক কিনার মন্ডল, দাদশী ইউনিয়নের সভাপতি নাসির, সাধারণ সম্পাদক আকমল, মুলঘর ইউনিয়নের সভাপতি আরিফ প্রামানিক, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, রামকান্তপুর ইউনিয়নের সভাপতি রকিব হোসেন, সাধারণ সম্পাদক আসিফ মন্ডলসহ, জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।