Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পিবিআই ফরিদপুরের অভিযানে জন্ম নিবন্ধন জাল করার মামলার আসামী গ্রেপ্তার

॥স্টাফ রিপোর্টার॥ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুরের একটি দল জন্ম নিবন্ধন সনদ জাল করার মামলায় আকবর মোল্লা(৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ।
গত ১৭ই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার মাগুরা জেলার মহম্মদপুর থানাধীন জনতা ব্যাংকের শাখার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকবর মোল্লা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের পন্ডিতের বানা গ্রামে মৃত তফিল উদ্দিন মোল্লার ছেলে।
পিবিআই ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার জানান, জালিয়াতির মাধ্যমে অশোক বিশ্বাস ও বিদ্যুৎ বিশ্বাস নামের দুই সহোদর ভারতীয় নাগরিকের নামে বানা ইউনিয়ন পরিষদ থেকে জাল জন্মনিবন্ধন সনদ তৈরি করা হয়। এরপর অশোক বিশ্বাস ও বিদ্যুৎ বিশ্বাসকে ভুয়া দাতা দেখিয়ে আলফাডাঙ্গা সাব-রেজিস্ট্রার অফিস থেকে জাল দলিল করার মাধ্যমে তাদের সৎ মা লক্ষ্মী রাণীর নামের লীজকৃত ৩.৯১ একর জমি দখলের চেষ্টার ঘটনায় বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির বাবু বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। আকবর মোল্লার বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় দায়েরকৃত আরও ২টি জালিয়াতি মামলা আদালতে বিচারাধীন আছে।