Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় বিপুল পরিমান ফেনসিডিলসহ যশোরের কুখ্যাত মাদক বিক্রেতা তুহিন গ্রেফতার

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গতকাল ১৬ই সেপ্টেম্বর ভোর রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শিয়ালডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক বিক্রেতা হুমায়ুন কবির ওরফে তুহিন (২৬)কে ১হাজার ১১১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে।
ট্রাক চালকের বেশে মাদকের এই বিশাল চালান নিয়ে ঢাকায় যাচ্ছিল সে। আটককৃত তুহিন যশোর জেলার চৌগাছা উপজেলার মুক্তদাহ গ্রামের জয়নুল আবেদীনের ছেলে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে এএসআই শেখ মোঃ লিয়াকত হোসেনসহ সঙ্গীয় পুলিশ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মাছপাড়া ও কলিমহর ইউপির সীমান্তবর্তী শিয়ালডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে ট্রাক চালকের বেশে কুখ্যাত মাদক বিক্রেতা তুহিনকে আটক করে।
এদিকে পাংশা মডেল থানা পুলিশের অভিযানে মাদকের বিশাল চালান আটকের খবর পেয়ে গতকাল রবিবার বিকেলে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা পাংশা মডেল থানায় উপস্থিত হয়ে উদ্ধারকৃত মাদক পর্যবেক্ষণ করেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, ট্রাক চালকের বেশে কুখ্যাত মাদক বিক্রেতা হুমায়ুন কবির ওরফে তুহিন যশোর থেকে ঢাকায় মাদকের বিশাল চালান নিয়ে যাওয়ার তথ্য পেয়ে রবিবার ভোর রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মাছপাড়া ও কলিমহর ইউপির সীমান্তবর্তী শিয়ালডাঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আটককৃত হুমায়ুন কবির ওরফে তুহিন কুখ্যাত মাদক বিক্রেতা। উদ্ধারকৃত ১হাজার ১১১ বোতল ফেন্সিডিলের মূল্য ১১লক্ষাধিক টাকা। ট্রাক চালক হিসেবে তার কোনো বৈধ কাগজপত্র নেই। ব্যবহৃত (ঢাকা মেট্রো-ট-১৪৬৯১৭) ট্রাকটি জব্দ করা হয়েছে। আটককৃত মাদক বিক্রেতা হুমায়ুন কবির ওরফে তুহিনের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।