Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মাদক বিরোধী অভিযান ভ্রাম্যমান আদালতে দৌলতদিয়া যৌনপল্লীর গাঁজা বিক্রেতার জেল

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন গতকাল ১৩ই সেপ্টেম্বর বিকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় মাদক বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানকালে ভ্রাম্যমান আদালত ৬০০ গ্রাম ওজনের ২০০ পুরিয়া গাঁজাসহ আটককৃত গাঁজা বিক্রেতা বিল্লাল হোসেন (২৮)কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৭(ক) ধারায় ৮মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডিত বিল্লাল হোসেন দৌলতদিয়া যৌনপল্লীর মুন্নী বাড়ীওয়ালীর বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে থেকে গাঁজা বিক্রি করে আসছিল। এছাড়াও অভিযানকালে ৫জন মাদকসেবীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন জানান, জেলা প্রশাসকের নির্দেশে এই মাদক বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।