॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল ১৩ই সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য সচিব কালুখালী থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, সদস্য সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, উপজেলা আনসার-ভিডিপি অফিসার হাওয়া খাতুন, সমবায় অফিসার সাইফুল ইসলাম, কৃষি অফিসার মোঃ মাছিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ, নির্বাচন অফিসার মোঃ জাহিদ হাসান, মাঝবাড়ী ইউপির চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, মৃগী ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর, কালিকাপুর ইউপির চেয়ারম্যান আতিউর রহমান নবাব, বোয়ালিয়া ইউপির চেয়ারম্যান হালিমা বেগম, সাওরাইল ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, রতনদিয়া বণিক সমিতির সভাপতি খন্দকার আনিছুল হক বাবু, কালুখালী কলেজের অধ্যক্ষ একেএম জয়নাল আবেদীন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
সভায় কালুখালী থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, গত মাসে এবং চলতি মাসে অনেক মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। সম্প্রতি গলাকাটা বাহিনীর নামে অপপ্রচার চালাচ্ছে কিছু কুচক্রী মহল। সেই অপপ্রচার ও গুজবে জনসাধারণ যেন আতংকিত না হয় সে ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তাছাড়া নির্বাচনের বছর হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দল সভা-সমাবেশ ও শোডাউন করবে বলে এ ব্যাপারে পুলিশ প্রশাসন আগাম প্রস্তুতি নিয়েছে বলে তিনি সভাকে অবহিত করেন।
এছাড়াও সভায় প্রতি মাসের দ্বিতীয় সোমবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।