॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে ব্র্যাকের আয়োজনে গতকাল বুধবার নারী নির্যাতন, বাল্যবিয়ে প্রতিরোধ ও প্রতিকারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকীর, গোয়ালন্দ প্রেসক্লাব সভাপতি গণেশ পাল, ব্র্যাক রাজবাড়ী জেলা ব্যবস্থাপক মোঃ মশিউর রহমান, গোয়ালন্দ উপজেলা শাখার ব্যবস্থাপক মোঃ রিপন উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক রাজবাড়ী জেলার প্রতিনিধি মোঃ নেফাজ উদ্দিন। কর্র্মশালায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, পৌরসভার কাউন্সিলর, জনপ্রতিনিধি, বেসরকারী সংস্থার প্রতিনিধি, শিক্ষক, কাজী, ইমাম, সাংবাদিক ছাড়া কয়েকজন কিশোরী উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার যে কোন স্থানে বাল্যবিবাহ বন্ধ এবং নারী নির্যাতন বন্ধে সরকারীভাবে দায়িত্ব পালনের পাশাপাশি সবাইকে এ বিষয়ে সচেতন হয়ে নিজ দায়িত্ব থেকে বন্ধের আহবান জানানো হয়।