॥স্টাফ রিপোর্টার॥ সাবেক সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস খানসহ বাতিলকৃত ২৯০ জন সদস্যকে অন্তর্ভূক্ত করে সকলের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে আগামী ১৫দিনের মধ্যে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছে শ্রম দপ্তর।
গত ১১ই সেপ্টেম্বর ইউনিয়নের মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর বিভাগীয় শ্রম দপ্তর, ঢাকার উপ-পরিচালক মহব্বত হোসেনের স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশ দেয়া হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়েছে, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণের জন্য মোঃ আব্দুল কুদ্দুছ খান কর্তৃক স্বাক্ষরে আবেদন করা হয়। আবেদনে সড়ক পরিবহনের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে অবৈধভাবে বাতিলকৃত ২৯০ জন সদস্যকে অন্তর্ভূক্ত করে নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।
নথির রেকর্ড দৃষ্টে দেখা যায়, ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ কর্তৃক স্বাক্ষরে ২৯০ জন সদস্যের সদস্যপদ বাতিল করে ১২/০৩/২০১৮ খ্রিঃ তারিখে শ্রম দপ্তরে একটি পত্র প্রেরণ করা হয়। অপরদিকে মোঃ আব্দুল কুদ্দুছ খান কর্তৃক ১১৬৬ জন সদস্যের স্বাক্ষর সম্বলিত গঠনতন্ত্রের বিধান লঙ্ঘন করে সদস্যপদ বাতিল করা হয়েছে মর্মে ২৮/০৩/২০১৮ খ্রিঃ তারিখে একটি অভিযোগ করা হয়। সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নির্বাচনটি করার নিমিত্তে উল্লেখিত বিষয়গুলোর নিষ্পত্তি প্রয়োজন। সে জন্য নির্দিষ্ট ছকে তথ্যাদি প্রেরণসহ চাঁদার রেজিস্টার ফরম ছকে প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়। তথ্যাদি পাওয়ার পর সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রীট পিটিশন নং-৭৩৭২/২০১১ এবং ৪৩১৬/২০১৪ এর ০৮/০৭/২০১৪ তারিখের প্রদত্ত নির্দেশনা, বিদ্যমান আইন ও গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনী কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে বিভাগীয় শ্রম দপ্তর, ঢাকা হতে পত্র দেয়া হয়। কিন্তু অদ্যাবধি নির্বাচন অনুষ্ঠানের কোন কার্যক্রম গ্রহণ করা হয়নি।
এ প্রেক্ষিতে সুষ্ঠু, সুন্দর ও সকলের অংশগ্রহণে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১৫দিনের মধ্যে নির্বাচনের দৃশ্যমান কার্যক্রম গ্রহণ করার জন্য পুনরায় নির্দেশ দিয়েছে শ্রম দপ্তর।