Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সনাকের আয়োজনে সদর হাসপাতালের সেবা গ্রহীতাদের সাথে কর্তৃপক্ষের মতবিনিময় সভা

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সনাকের আয়োজনে গতকাল ১২ই সেপ্টেম্বর সকাল ১০টায় সদর হাসপাতালের স্বাস্থ্য শিক্ষা কর্ণারে হাসপাতালে আগত সেবা গ্রহীতাদের কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সনাকের সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. স্বপন কুমার কুন্ডু। স্বাগত বক্তব্য রাখেন সনানের সদস্য জাহাঙ্গীর হোসেন।
অন্যান্যের মধ্যে সনাকের সহ-সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামান, হাসপাতালের সেবা গ্রহীতা সুফিয়া বেগম, আব্দুল কুদ্দুস, শাবানা খাতুন, সালেহা, রতœা, রোকসানা, মাজেদা, মাহফুজা, মিজান, আজিরন বেগম, মিলি আক্তার, আবু মিলন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবির এরিয়া ম্যানেজান মোঃ আবু তাহের।
প্রধান অতিথির বক্তব্যে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. স্বপন কুমার কুন্ডু সেবা গ্রহীতাদের উদ্দেশ্যে বলেন, হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে কোন সমস্যা হলে আপনারা আমাকে জানালে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতালে অবৈধ লেনদেনের কোন সুযোগ নেই। সরবরাহের ভিত্তিতে প্রেসক্রিপশন অনুযায়ী সকল সেবা গ্রহীতাকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। কোন কোন ক্ষেত্রে ওষুধ সরবরাহ না থাকলে তা বাইরের থেকে কিনতে হয়। হাসপাতালে জনবলের ঘাটতি রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, পরিচ্ছন্নতা কর্মী ও প্রহরী নেই। তারপরও সীমিত জনবল নিয়ে মানসম্মত চিকিৎসা প্রদানের প্রচেষ্টা অব্যাহত আছে। তিনি সেবা গ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং রশিদ ছাড়া কোন আর্থিক লেনদেন না করার অনুরোধ জানান।
অনেক সেবা গ্রহীতা বলেন, হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতা পূর্বের তুলনায় বেড়েছে। হাসপাতাল থেকে অনেক ওষুধও পাওয়া যাচ্ছে। তবে প্রেসক্রিপশন অনুযায়ী সকল ওষুধ সরবরাহ করা হয় না।