Site icon দৈনিক মাতৃকণ্ঠ

চুরির সাথে জড়িত চক্রকে গ্রেফতারের জন্য পুলিশ সুপারের নির্দেশ॥রাজবাড়ী শহরের সমবায় মার্কেটের ৭টি দোকানে একই রাতে দুর্ধর্ষ চুরি

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী শহরের প্রধান সড়কে শিল্পকলা সংলগ্ন সমবায় মার্কেটের নিচতলায় গত ১১ই সেপ্টেম্বর দিনগত গভীর রাতে ৭টি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। অজ্ঞাত চোরেরা এসব দোকানের তালা কেটে ভিতরের প্রবেশ করে নগদ টাকাসহ ৭লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
সমবায় মার্কেটের নিচতলায় জিএসবি মটরস এর এমডি শামীম খান জানান, গত ১১ই সেপ্টেম্বর রাতে তারা দোকান তালাবদ্ধ করে বাসায় যান। গতকাল ১২ই সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে মোবাইলে খবর পান দোকানে চুরি হয়েছে। খবর পেয়ে তিনি এসে দেখেন তার দোকানে ৮টি তালা মারা ছিল সেগুলো নেই। এরপর তিনি দোকানের ভিতরে ঢুকে দেখেন ২লক্ষ ৪০হাজার টাকা মূল্যের ৪ সেট অটো গাড়ীর পাওয়ার প্লাস ব্যাটারী ও ক্যাশ বাক্সে রাখা সাড়ে ৮হাজার টাকা নেই। অজ্ঞাত চোরেরা তার দোকানের ৮টি তালা কেটে ভিতরে ঢুকে এ চুরির ঘটনা ঘটায়।
শোভা কম্পিউটারের দোকান মালিক সঞ্জয় জানান, তার দোকানে সিসি ক্যামেরা লাগানো ছিল। চোরেরা তালা কেটে দোকানের মধ্যে ঢুকে নগদ ৩০/৩৫ হাজার টাকাসহ দেড় লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এছাড়াও তারা ওই সিসি ক্যামেরার যন্ত্রাংশও নিয়ে যায়।
উজ্জল টেলিকমের মালিক উজ্জল জানান, তার দোকান থেকে চোরেরা নগদ ১৫হাজার টাকা ও ৩৮হাজার টাকা মূল্যের একটি ক্যামেরা চুরি করে নিয়ে গেছে।
নিশি এন্টারপ্রাইজের মালিক নাসির আহম্মেদ জানান, তার দোকানে নগদ ১৫হাজার টাকা ছিল। চোরেরা দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করে সেটা চুরি করে নিয়ে গেছে।
খোন্দকার ইলেক্টনিকস-এর মালিক আঃ সোহবান জানান, তার দোকানেও ২টা তালা কেটে চোরেরা প্রবেশ করেছিল। তবে তারা ড্রয়ার ভাংচুর ও মালামাল তছনছ করা ছাড়া কিছুই নিতে পারেনি।
রাজবাড়ী পোল্ট্রি ফিডের মালিক মোঃ আলীম জানান, চোরেরা তার দোকান থেকে নগদ প্রায় ২হাজার টাকা ও লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন প্রকারের ওষুধ চুরি করে নিয়ে গেছে।
এছাড়াও অজ্ঞাত চোরেরা হুয়াওয়ে নামে একটি মোবাইলের শোরুমের দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করেছিল। তবে ওই শোরুমে কোন মোবাইল ছিল না। ছিল ফিডের বস্তা। সে কারণে হয় তো চোরেরা ওই দোকান থেকে কিছুই না নিয়ে চলে যায়।
এদিকে শহরের প্রাণকেন্দ্রে প্রধান সড়কের পাশে অবস্থিত মার্কেটটির ৭টি দোকান চুরির ঘটনায় ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছে। এ ঘটনায় সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত মার্কেটের সকল দোকান বন্ধ করে ধর্মঘট পালন করে দোকানীরা।
এদিকে গতকাল ১২ই সেপ্টেম্বর বিকালে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম-সেবা সমবায় মার্কেটের চুরি হওয়া দোকানসমূহে পরিদর্শন করেন এবং চুরির ঘটনার সাথে জড়িত চক্রকে চিহ্নিত করে গ্রেফতারের জন্য থানা ও ডিবি কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফজলুল করিম, ডিবি’র ওসি মোঃ কামাল হোসেন ভূঁইয়াসহ থানা পুলিশের কর্মকর্তা উপস্থিত ছিলেন।