Site icon দৈনিক মাতৃকণ্ঠ

এসপি-ওসি’র স্বাক্ষর জাল করে পুলিশ ক্লিয়ারেন্স॥মামলায় আরো ১জন গ্রেপ্তার

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর পুলিশ সুপার ও সদর থানার অফিসার ইনর্চাজের স্বাক্ষর জাল করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরী করার অভিযোগে দায়েরকৃত মামলায় আবু সাঈদ শেখ(১৮) নামে আরো ১জনকে পুলিশ গ্রেফতার করেছে।
গত ২৮শে জানুয়ারী রাতে সদর উপজেলার লক্ষèীনারায়নপুর এলাকা থেকে এস.আই এনছের আলী তাকে গ্রেফতার করে। সে স্থানীয় মজিদ শেখের ছেলে।
উল্লেখ্য, বানীবহ ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের আরব আলী শেখের ছেলে শরিফুল ইসলাম রাশিয়ায় বসবাস করা অবস্থায় তার প্রয়োজনে অবিবাহিত সনদপত্র পাওয়ার জন্য সে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করে। ওই আবেদনের প্রেক্ষিতে গত ২৫শে জানুয়ারী বিকেলে সেটি তদন্ত করার জন্য পুলিশ আরব আলী শেখের বাড়ী যায়। এ সময় আরব আলী শেখের কাছে তার ছেলের বিদেশ গমনের কাগজপত্র দেখতে চাইলে সে পুলিশ সুপার ও ওসির স্বাক্ষর জাল করা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বের করে দেয়। এ ঘটনায় আরব আলী শেখ আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আরব শেখ প্রতারণার মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরী করেছেন বলে স্বীকার করেন। এ কাজে আরো কয়েকজন জড়িত ছিল বলে সে জানায়।
এ ঘটনায় এস.আই খান বেল্লাল হোসেন বাদী হয়ে আরব আলী শেখ ও সৈয়দ পাঁচুরিয়া গ্রামের আঃ জলিলের ছেলে বাবু (২৯)সহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলাটি দায়ের করেন। রাজবাড়ী থানার মামলা নং-৪৪, ধারাঃ ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ পেনাল কোর্ড।
মামলার তদন্ত কর্মকর্তা এস.আই এনছের আলী জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আবু সাঈদ শেখকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ২৯শে জানুয়ারী আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।