Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে গতকাল ২৯শে জানুয়ারী দুপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৩হাজার টাকা করে বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম রকিব হায়দার, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ এহিয়াতুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুফিয়া ইয়াসমিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা প্রমুখ।