Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সনাকের আয়োজনে দুর্নীতি বিরোধী কার্টুন প্রতিযোগিতা অনুষ্ঠিত

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর আয়োজনে গতকাল ১০ই সেপ্টেম্বর সকালে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে দুর্নীতি বিরোধী কার্টুন অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় রাজবাড়ী পৌরসভা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সনাকের সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহার সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। অংশগ্রহণকারীদের মধ্যে ক ও খ গ্রুপের মোট ২০ জন বিজয়ীর মধ্যে এই পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিশু শিক্ষার্থীদের মনে দুর্নীতি বিরোধী চেতনা বিকাশে সহায়তা করবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এখন লেখাপড়া করার সময়। লেখাপড়া সাধারণত দুই জায়গায় করতে হয়, এক শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যটি হলো তোমাদের নিজেদের বাড়ী। তোমরা লেখাপড়ায় মনোযোগী হবে এবং লেখাপড়ার পাশাপাশি এ ধরনের সৃজনশীন কাজেও অংশগ্রহণ করবে, যা তোমাদের মেধা বিকাশে সহায়তা করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, ডাঃ আবুল হোসেন বিশ^বিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও সনাক সদস্য সানজিদা আক্তার, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সনাক সদস্য মোহাম্মদ সাইফুল্লাহ, সৌমিত্র শীল চন্দন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ আবু তাহের।