Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা বিএনপির ৩২জনের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা॥এডঃ আসাদুজ্জামান ও নঈম আনসারী কারাগারে

॥স্টাফ রিপোর্টার॥ বেআইনী জনতায় আবদ্ধ হয়ে যানচলাচল ও সরকারী কাজে বাঁধাসহ সরকারী কর্মচারীদের মারপিট করে আহত ও ক্ষতিসাধণ করার অভিযোগে রাজবাড়ী জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ আসাদুজ্জামান লাল ও সাবেক আহ্বায়ক নঈম আনসারীসহ ৩২জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
গতকাল ৯ই সেপ্টেম্বর রাজবাড়ী থানার এস.আই আবুল কালাম বাদী হয়ে পেনাল কোডের ১৪৩/৩৩২/৩৫৩/৩২৩/৪২৭ ধারায় এ মামলা দায়ের করেন। রাজবাড়ী থানার মামলা নং-১৪। মামলায় অজ্ঞাত আরো ২০/৩০জনকে আসামী করা হয়েছে।
মামলার অন্যান্য আসামীরা হলেন ঃ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ মজিদ বিশ^াস, আকমল হোসেন, পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল আলম দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী এহসানুল করিম হিটু, কাউছার, মোঃ মনি, রকিকুল ইসলাম ফারুক, শাহিন ওরফে উড়া শাহিন, গোলাম মতুর্জা, মোঃ ফারুক, রাজু, মোঃ খালেক, মোঃ মামুন, খায়রুল ইসলাম জনি, মিরাজ, আঃ লতিফ, বেলায়েত হোসেন, রবিউল ইসলাম রবি, আনিচ পাটোয়ারী, মজিবর রহমান, আরজু, মোঃ মিলন, আঃ মালেক, মোঃ তকদীর, মোঃ আমজাদ, আরিফুর রহমান শামীম, মোঃ হাসান, সহিদুল(৩৫), একেএ ছবুর শাহিন ও ফারুক।
মামলার এজাহারে উল্লেখ করাসহ, গত ৮ই সেপ্টেম্বর রাজবাড়ী শহরের আজাদী ময়দানের সন্নিকটে পাকা রাস্তার উপর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা লাঠিশোঠাসহ সমবেত হয়ে বিভিন্ন উস্কানীমূলক শ্লোগান দিয়ে যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় পুলিশ তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টিতে নিষেধ করলে তারা উত্তেজিত হয়ে বাঁধা উপেক্ষা করে রাস্তায় চলাচলরত ২/৩টি রিক্সা ভাংচুর করে। এতে চলাচলরত জনসাধারণ আতংকগ্রস্ত হয়ে এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে। এ সময় তাদের নিক্ষিপ্ত ইটপাটকেলের আঘাতে কনস্টেবল হেদায়েত ও রফিকুল ইসলাম জখমপ্রাপ্ত হয়। এ ঘটনার পর পুলিশ সেখান থেকে এডঃ আসাদুজ্জামান লাল ও নঈম আনসারীকে গ্রেফতার করলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
এদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়, গত ৮ই সেপ্টেম্বর বিকেলে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে পার্টির অফিসের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। পার্টি অফিসের সামনে কর্মসূচী চলাকালে পুলিশ বাঁধা দিয়ে তা পন্ড করে দেয় এবং দলের দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করে।
গতকাল ৯ই সেপ্টেম্বর আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত বিএনপি নেতা আসাদুজ্জামান লাল ও নঈম আনসারীকে কারাগারে পাঠানো হয়েছে।