॥মোক্তার হোসেন॥ জাতীয় দৈনিক ভোরের কাগজে গতকাল ৯ই সেপ্টেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বেশ কিছু সংখ্যক আসনের মধ্যে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের প্রার্থীতা নিশ্চিতের খবর প্রকাশিত হওয়ায় মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে রবিবার সন্ধ্যায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি সাহিত্য গবেষক মোঃ আবুল হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ নওশাদ আলী বাবুল চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুক্তিযোদ্ধা সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান পিল্টু, পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কবি মোল্লা মাজেদ ও বঙ্গবন্ধু পেশাজীবী লীগের পাংশা উপজেলা কমিটির আহবায়ক রেজাউল করিম প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, রাজবাড়ী-২ আসনে এমপি জিল্লুল হাকিমের বিকল্প নেই। তিনি পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে সুসংগঠিত করেছেন। এলাকায় বিদ্যুৎ, রাস্তাঘাট, ব্রিজ কালভাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়নের রূপকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন তিনি। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ের ক্ষেত্রে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ম্যানেজার মনিরুল ইসলাম, মোঃ আব্দুর রহমান মাস্টার, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ও পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, ধর্মীয় সম্পাদক মোঃ নাদের হোসেন, প্রচার সম্পাদক মোঃ আকবর হোসেন, দপ্তর সম্পাদক কে.এম ফজলুল হক, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও বঙ্গবন্ধু পেশাজীবী লীগের পাংশা উপজেলা কমিটির সদস্য সচিব মোঃ জালাল উদ্দিন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা ডাঃ মোঃ মোক্তার হোসেন, চর ঝিকড়ী মকবুল হোসেন দাখিল মাদরাসার সহকারী মাওলানা শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, ইসলামীক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মোঃ সিরাজুল ইসলাম, লেখক এবাদত আলী শেখ ও উত্তম মিত্র, পাংশা নিউজ টোয়েন্টিফোরের ব্যবস্থাপনা সম্পাদক কাজী ছাব্বির হোসেন শিমু, ফরিদ মোল্লাসহ মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গঙ্গানন্দদিয়া দাখিল মাদরাসার সহকারী সুপার মাওলানা মোঃ আব্দুস সালাম। শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
অনুষ্ঠান উপস্থাপনা করেন মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোক্তার হোসেন।