॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গত ৬ই সেপ্টেম্বর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানাযায়, সকাল সাড়ে ১০টার দিকে ব্যানার, ফেস্টুন সহকারে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে পাংশা উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) কাজী জিল্লুর রহমান মোস্তফা, উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ও পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মুহঃ আক্তার জিন নুরাইন। অনুষ্ঠানে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এবং হয়রানীমুক্ত বিদ্যুতের অঙ্গীকার প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির সিটিজেন চার্টার(নাগরিক সেবা সনদ) লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।