Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ড্রাইচ ফ্যাক্টারীতে প্রবাসীর বাড়ী থেকে মোটর সাইকেল চুরির ঘটনায় মামলা

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী শহরের ভবানীপুর(ড্রাইচ ফ্যাক্টারী) এলাকায় সৌদি প্রবাসী রওশন আলীর বাড়ী থেকে দুটি মোটর সাইকেল চুরির ঘটনায় গত ২৭শে জানুয়ারী ওই বাড়ীর ভাড়াটিয়া ডাচ বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপক মোঃ ফেরদৌস উর রহমান বাদী হয়ে ৪৫৭/৩৮০ দঃ বিঃ ধারায় অজ্ঞাত নামা চোরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে ফেরদৌস উর রহমান বলেন, তার ১টি টিভিএস ১০০সিসি মোটর সাইকেল (রেজিঃ নং- মাদারীপুর হ-১১-৩১৪০) ও প্রবাসী রওশন আলীর টিভিএস ১০০সিসি (রাজ-হ-১১-৩৯৭৬) ওই বাড়ীর গ্যারেজের মধ্যে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। গত ২৭শে জানুয়ারী সকালে তিনি ঘুম থেকে উঠে দেখেন গ্যারেজের মধ্যে মোটর সাইকেল দুটি নেই।
তিনি আরো জানান, বাড়ীর পিছনের পকেট গেটের তালা ও মেইন গেটের পকেট গেটের তালা ভাঙা ছিল। ধারণা করা হচ্ছে অজ্ঞাত চোরেরা পিছনের গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বাড়ীর গ্যারেজের হ্যাজবোল্ড ভেঙে ফেলে। এরপর তারা মোটর সাইকেল দুটির তালা ভেঙে বাড়ীর মেইন গেটের পকেট গেট দিয়ে মোটর সাইকেল দুটি চুরি করে বের হয়ে যায়।
এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে চোরাই মোটর সাইকেল দুটি উদ্ধার হয়নি।