॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অম্বলপুর গ্রামে সাপে কামড়ে টিপু মোল্যা(১৭) নামে মেধাবী স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
সে দুবাই প্রবাসী আব্দুল মান্নান মোল্যার একমাত্র ছেলে। গোয়ালন্দের দেওয়ান পাড়া রহমত উল্লাহ কলেজিয়েট স্কুলের দশম শ্রেণীর মেধাবী ছাত্র ছিল। একমাত্র ছেলেকে হারিয়ে শোকার্ত মা এখন পাগল প্রায়।
টিপুর মামা সালাম মোল্যা জানান, গত বুধবার দিবাগত রাতে ঘরের খাটে মায়ের পাশে ঘুমিয়ে ছিল টিপু। রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে টিপুর পায়ে কোন কিছু একটা কামড় দেওয়ায় যন্ত্রনায় তার ঘুম ভেঙ্গে যায়। পর মুহুর্তে পাশে থাকা মাকে ডেকে তুললে সে দেখতে পান টিপুর পায়ে হালকা ক্ষত এবং রক্ত ঝড়ছে। দ্রুত স্থানীয় এক ব্যক্তির কাছে নিয়ে গেলে সে ঝাড়ফুক দিয়ে দেখতে পান তাকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে। কোন উন্নতি না হওয়ায় দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ভোর রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তার মৃত্যু হয়।
গোয়ালন্দে সাপের কামড়ে দশম শ্রেণীর ছাত্রের মৃত্যু
