Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে কালুখালীতে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

॥কালুখালী প্রতিনিধি॥ বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে গতকাল ৬ই সেপ্টেম্বর সকালে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় কালুখালী উপজেলা চত্ত্বর থেকে র‌্যালীটি বের হয়ে চাঁদপুর বাসস্ট্যান্ড মোড় পদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ মোঃ সিদ্দিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শারমিন আক্তার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি এজিএম(অর্থ) মোঃ রিপন বিশ্বাস, কালুখালী কলেজের অধ্যক্ষ একেএম জয়নাল আবেদীন, কালুখালী থানার পরিদর্শক(তদন্ত) মোঃ সহিদুল ইসলাম, পাংশা হাইওয়ে থানার ওসি মোঃ রবিউল ইসলাম, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু, ইউনিয়ন ব্যাংকের কালুখালী শাখার ব্যবস্থাপক হাসানুর রহমান, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা এবং বোয়ালিয়া ইউপির চেয়ারম্যান হালিমা বেগমসহ পল্লী বিদ্যুতের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
র‌্যালী শেষে সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৮ উপলক্ষে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।