Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে আলোচনা সভা-মিলাদ ও দোয়া মাহফিল

॥স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের ২৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল ৬ই সেপ্টেম্বর সকালে রাজবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে কাজী হেদায়েত হোসেন মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাজবাড়ী ডায়াবেটিক সমিতির যুগ্ম-সম্পাদক খোন্দকার সাইফুদ্দিন হাবিব, কাজী হেদায়েত হোসেন মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ অপূর্ব রায়, কো-অডিনেটর মোঃ আইনুদ্দিন, মুক্তিযোদ্ধা আবু তালেব ও মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ সেলিম দেওয়ান।