॥আবুল হোসেন॥ “হয়রানীমুক্ত বিদ্যুতের অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার গোয়ালন্দে বিদ্যুৎ ও জ¦ালানী সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি দৌলতদিয়া-খুলনা জাতীয় মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির জেলার সহ-সভাপতি ও গোয়ালন্দ অঞ্চলের পরিচালক মোঃ কোবাদ হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, রাজবাড়ী পল্লী বিদ্যুতের সহকারী মহা-ব্যবস্থাপক(প্রশাসক) মির্জা কে.ই তুহিন, কোবাদ হোসেন প্রমূখ। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির কয়েক শত গ্রাহকসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তার উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে গোয়ালন্দে র্যালী ও সভা অনুষ্ঠিত
