Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে জব্দকৃত ৫হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস॥২জন জাল বিক্রেতার জরিমানা

॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম লুনা গতকাল ৫ই সেপ্টেম্বর ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে রতনদিয়া(অরুণগঞ্জ) বাজারের ২জন নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রেতাকে জরিমানা করেছেন।
তারা হলেন ঃ পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ভাওয়াডাঙ্গা গ্রামের মৃত ইয়াকুব মোল্লার ছেলে মোতালেব মোল্লা এবং একই উপজেলার মনিরামপুর গ্রামের চন্দন প্রামানিকের ছেলে লালন প্রামানিক। তাদের মধ্যে মোতালেব মোল্লাকে ১হাজার টাকা এবং লালন প্রামানিককে ২হাজার টাকা জরিমানা করা হয়। এই দু’জনের মধ্যে মোতালেব মোল্লার কাছ থেকে ১হাজার মিটার এবং লালন প্রামানিকের কাছ থেকে ৪হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১০হাজার টাকা।
অভিযান শেষে জব্দকৃত কারেন্ট জাল কালুখালী উপজেলা পরিষদের সামনে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা সহকারী মৎস্য অফিসার শাহরিয়ার জামান সাবুসহ মৎস্য অফিসের লোকজন এবং কালুখালী থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।