॥বিশেষ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউপির আলমডাঙ্গা গ্রামের গড়াই নদীর ধারে জনৈক আব্দুর রব মন্ডলের আম বাগানে গত ১লা সেপ্টেম্বর গভীর রাতে পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে চরমপন্থী সন্ত্রাসী মতিন মন্ডল(৩৫) নিহত হয়েছে।
নিহত মতিন মন্ডল সাওরাইল ইউপির বিশয়সাওরাইল গ্রামের আব্দুল আজিজ ওরফে বিস্কুট মন্ডলের ছেলে। বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শুটারগান, ১টি কার্তুজ, ১০টি গুলির খোসা ও ২টি রাম দা উদ্ধার করেছে।
কালুখালী থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, সাওরাইল ইউনিয়নের আলমডাঙ্গা গ্রামের একটি আমবাগানে চরমপন্থীদের গোপন বৈঠকের সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা শুরু করলে পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। গোলাগোলির এক পর্যায়ে চরমপন্থী সন্ত্রাসী মতিন মন্ডল বুকে গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাকে পাংশা হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার সময় কালুখালী থানার এস.আই শহিদ এবং এএসআই ইকবাল আহত হন। তাদেরকে চিকিৎসার জন্য পাংশা হাসপাতালে পাঠানো হয়েছে।
কালুখালী থানার ওসি মোঃ আমিনুল ইসলাম আরো জানান, নিহত আব্দুল মতিনের বিরুদ্ধে কালুখালী থানায় হত্যা ও ডাকাতির মামলা রয়েছে। এছাড়াও সে পাংশা থানার ওসি মিজানুর রহমান হত্যা মামলার আসামী। ময়না তদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কালুখালী উপজেলার সাওরাইলে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ওসি মিজান হত্যা মামলার আসামী চরমপন্থী দলনেতা মতিন নিহত
