॥রাকিবুল ইসলাম॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে জাসদের(ইনু) কমিটি গঠন করা হয়েছে। গতকাল ১লা সেপ্টেম্বর দুপুরে রতনদিয়া ইউনিয়ন পরিষদের মিলনায়তনে কর্মী সম্মেলনের মধ্য দিয়ে এই কমিটি গঠন করা হয়।
রতনদিয়া ইউনিয়ন জাসদের নেতা আব্দুল জলিল সরদারের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জাসদের সাধারণ সম্পাদক মুনিরুল হক।
অন্যান্যের মধ্যে জেলা জাসদের কার্যকরী সভাপতি খালেদ সাইফুল দিরাজ, সিনিয়র সহ-সভাপতি সুশান্ত কুমার বিশ্বাস, কালুখালী উপজেলা জাসদের সভাপতি আব্দুল গফুর খান, সাধারণ সম্পাদক আঃ ওহাব, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল ইসলাম জোয়ার্দ্দার ও পাংশা উপজেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মী সম্মেলনে রাজ্জাক মন্ডলকে সভাপতি ও সুমন সিকদারকে সাধারণ সম্পাদক করে রতনদিয়া ইউনিয়ন জাসদের ২৯সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কালুখালীর রতনদিয়া ইউপিতে জাসদের নতুন কমিটি গঠন
