Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় দুইটি আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী তাইজেল গ্রেফতার

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার পাংশা থানা পুলিশ গতকাল ১লা সেপ্টেম্বর ভোর সাড়ে ৩টার দিকে পাংশা পৌরসভার কুড়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে দুইটি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী তাজুল ইসলাম ওরফে তাইজেল (৩৬)কে গ্রেফতার করেছে। সে ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পাংশা থানার ওসি মোঃ আহসান উল্লাহ জানান, তাইজেল একজন অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী। বেশ কয়েক বছর যাবৎ সে তার নিজের নামে সন্ত্রাসী বাহিনী গঠন করে অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিলো। তার বিরুদ্ধে পাংশা থানায় তিনটি অস্ত্র ও তিনটি মারামারি মামলা রয়েছে। ভোরে গোপন তথ্যের ভিত্তিতে কুড়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে একটি একনালা বন্দুক ও একটি ওয়ান শুটারগানসহ গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে গতকাল ১লা সেপ্টেম্বর তাইজেলের বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।