॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে গতকাল ৩০শে আগস্ট দুপুরে বানীবহ ইউনিয়নের বারেকগ্রামের কালিমন্দির সংলগ্ন হড়াই নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনূর আক্তার বিউটি, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। ২০১৮-২০১৯ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় মোট ২৩৯ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বানীবহের হড়াই নদীতে পোনা মাছ অবমুক্তকরণ
