॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কাঠুরাকান্দিতে এনজিও অ্যাসেডের আয়োজনে গতকাল ৩০শে আগস্ট দুপুরে হতদরিদ্রদের মধ্যে প্যাডেল চালিত রিক্সা ভ্যান, নগদ অর্থ ও গাছের চারা বিতরণ করা হয়।
অ্যাসেডের চেয়ারম্যান মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাসেডের উপদেষ্টা অধ্যাপক সামসুদ্দীন আহম্মেদ, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল আলীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাসেডের পরিচালক মোহাঃ শাহ্জাহান সিদ্দিকী।
অনুষ্ঠানে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে জামালপুর, বহরপুর ও নবাবপুর ইউনিয়নের ১৩টি গ্রামের ১৩জন দরিদ্র ভ্যান চালককে ১টি করে প্যাডেল চালিত ভ্যান এবং অ্যাসেডের উপকারভোগী ৬জন মহিলা দর্জি ও ছাগল পালনকারীদের নগদ অর্থ প্রদানসহ ২০ জনের মধ্যে ২টি করে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অ্যাসেডের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
নারুয়ায় এনজিও অ্যাসেডের আয়োজনে ভ্যান-নগদ অর্থ ও গাছের চারা বিতরণ
