Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রাস্তার জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের চেক প্রদান

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রবেশের রাস্তা ও গাড়ী পার্কিংয়ের জন্য অধিগ্রহণকৃত জমির ২জন মালিককে ১৫ লক্ষ ৬৮ হাজার ৮১৩টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ৩০শে আগস্ট বিকালে তার কার্যালয়ে এই চেক হস্তান্তর করেন। এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশেক হাসানসহ জেলা প্রশাসকের কার্যালয়ের এল.এ শাখার কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ক্ষতিপূরণের চেকপ্রাপ্তরা হলেন ঃ কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা গ্রামের মৃত মোজাহার মোল্লার ছেলে আবুল হোসেন মোল্লা ও আব্দুল জলিল মোল্লা। অধিগ্রহণকৃত ৫২ লিংক জমি ও তার উপর অবস্থিত অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ তাদেরকে এই চেক প্রদান করা হয়।
উল্লেখ্য, কালুখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রবেশের রাস্তা ও গাড়ী পার্কিং নির্মাণের জন্য রতনদিয়া মৌজায় ০.০১৪২ একর জমি অধিগ্রহণ করা হয়। উক্ত অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের জন্য বরাদ্দকৃত ৪৪ লক্ষ ১৫ হাজার ২৪৬ টাকার মধ্যে এ পর্যন্ত ৩জন ক্ষতিগ্রস্ত জমির মালিক ক্ষতিপূরণের অর্থ পেলেন। আরও ১ জন ক্ষতিগ্রস্ত জমির মালিক তার জমি ও অবকাঠামোর জন্য ক্ষতিপূরণের অর্থ পাবেন।