Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশার বাগদুলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন আজ

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাগদুলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন আজ ২৮শে জানুয়ারী অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মৌরাট ইউপির সাবেক চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শওকত সরদারের নেতৃত্বে ইয়াছিন আলী শেখ, আজগর আলী মিয়া, শওকত আলী মন্ডল ও রোকেয়া বেগম এছাড়া মৌরাট ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কেছমত আলীর নেতৃত্বে জলিল মুন্সী, রফিকুল ইসলাম বাদশা, মুন্সী মাসুদ রানা ও রোজিনা বেগম দু’টি প্যানেলে অভিভাবক সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রচার-প্রচারণায় জমে উঠেছে এ নির্বাচন। ইতিমধ্যে পাংশা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বাগদুলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম আতাউল্লাহ শামীম, মৌরাট ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল চন্দ্র বিশ্বাস, মৌরাট ইউপির ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রইস উদ্দিন মিয়া, মৌরাট ইউপি সাবেক মেম্বার ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়েমুজ্জামান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ মৌরাট ইউপির সাবেক চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শওকত সরদারের নেতৃত্বে প্যানেলের সমর্থন দিয়ে জয়যুক্ত করতে মাঠে রয়েছেন।
পাংশা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বাগদুলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম আতাউল্লাহ শামীম জানান, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ক্ষেত্রে শওকত সরদারের প্যানেল জয়ী হলে শিক্ষার মানোন্নয়নসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তারা কার্যকরী ভূমিক রাখতে সক্ষম হবেন। নির্বাচনী প্রচার-প্রচারণায় শওকত সরদারের নেতৃত্বে প্যানেল সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মতামত ব্যক্ত করেন তিনি।