॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৬শে জানুয়ারী সকাল ১০টায় প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসক জিনাত আরা’র সভাপতিত্বে কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ আজাদ রহমান, নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) মোঃ আরিফুল হক মৃদুল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা খানম, কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহফুজা খাতুন মলি, জেলা জাসদের সভাপতি আহমেদ নিজাম মন্টু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু ও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফীসহ অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, এনজিও প্রতিনিধিগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক জিনাত আরা বলেন, মহান একুশের ভাষা আন্দোলনের চেতনা থেকে অনেক সংগ্রাম ও রক্তের বিনিময়ে আমরা আমাদের মহান স্বাধীনতা পেয়েছি। আমাদের সমগ্র বাঙালী জাতির কাছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনটি অত্যন্ত শোকের দিন। আমরা রাজবাড়ীবাসী সকলে দিনটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করব। এই দিন সকল সরকারী বেসরকারী বিভাগে গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। কোন অবস্থাতেই রংজ্বলা, কুচকানো বে-সাইজের জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না। ২১শে ফেব্রুয়ারী রাত ১২টা ১মিনিট থেকে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ভাষা শহীদদের স্মরণে জেলা প্রশাসনের সিরিয়াল অনুযায়ী পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। শহীদদের স্মরণে ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে ১৯শে ফেব্রুয়ারী থেকে ২৩শে ফেব্রুয়ারী পর্যন্ত ৫দিনব্যাপী বই মেলাসহ জেলার পরিচিতি তুলে ধরার জন্য বৃহৎ দেয়ালিকার আয়োজন করা হবে।
আলোচনা সভার মাধ্যমে বাঙালীর জাতীয় জীবনে ভাষা আন্দোলনের তাৎপর্য ও এর ইতিহাস আমাদের ভবিষ্যত প্রজন্মের সামনে তুলে ধরা হবে। জেলার সকল সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণের মাধ্যমে জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সর্বোপরি সকলের প্রচেষ্টার মাধ্যমে উন্নয়ন মেলা ও ডিজিটাল মেলার মতো এবারেও আমাদের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সার্বিক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সুন্দরভাবে পালন করা সম্ভব হবে।
এছাড়াও তিনি ডিজিটাল ও উন্নয়ন মেলায় মিডিয়া পার্টনার হিসেবে রাজবাড়ীর বহুল প্রচারিত দৈনিক মাতৃকন্ঠের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান ও ভবিষ্যতেও তারা তাদের সেই সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন।
তিনি একুশের জেলা পর্যায়ের সকল কর্মসূচীতে সকলের বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের কাছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গৌরবময় ইতিহাস তুলে ধরার আহবান জানান।