Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বরাট ভাকলা স্কুল এন্ড কলেজে এসএসসি ১৯৬৯-৭০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী সদর উপজেলার বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের এসএসসি ১৯৬৯-৭০ ব্যাচের আয়োজনে আজ ২৪শে আগস্ট দিনব্যাপী ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য হাসান ইমাম চৌধুরী। সৈয়দ মোঃ ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুশীল দত্ত তাপস, শিক্ষক হাবিবুল্লাহ মজুমদার, সেকেন্দার আলী মিয়া, আর.এম জুট মিলস্ লিঃ-এর পরিচালক শাহীন শাহাবুদ্দিন মামুনসহ এসএসসি ১৯৬৯-৭০ ব্যাচের শতাধিক প্রবীণ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ফরিদপুর শিল্পকলা একাডেমীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।